রিপোর্ট করেছেন মোঃ হাসান মিয়া, বেড়া পাবনা থেকে :
পাবনার বগুড়া নগরবাড়ির মহাসড়কের সাঁথিয়া থানাধীন কাশিনাথপুর রেলক্রসিং সংলগ্ন আমতলা নামক স্থানে যাত্রীবাহী বাস ও একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ট্রলির ড্রাইভার ও হেলপার দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন, কাশিনাথপুর ফাড়ী পুলিশ, কাশিনাথপুর ফায়ার সার্ভিসের লোকজনদের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে পাবনা সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দু'জনকে মৃত ঘোষণা করেন,
খোজ নিয়ে জানা যায়,
নিহত দুই ব্যক্তি সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের সামান্যপাড়া গ্রামের চাঁদ আলী মৃধার ছেলে জুয়েল হোসেন ও একই গ্রামের সোহান শেখের ছেলে সুরুজ শেখ । নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই। তারা দীর্ঘদিন ধরে একটি ইটের ভাটায় ট্রলিতে করে ইট সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন।
এদিকে দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, আজ মঙ্গলবার ২রা মে বেলা আনুমানিক ১১টার দিকে ইট বহনকারী একটি ট্রলি কাশিনাথপুর থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর রেলক্রসিং পার হবার পর ঢাকাগামী পাবনা শহর থেকে ছেড়ে আসা শাহজাদপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ও ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রলিতে থাকা জুয়েল ও সুরুজ গুরুতর আহত হয়।
পরে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগীতায় তাদেরকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
Tags
বাংলাদেশ