Daily News BD Online

নড়াইলে সবজি ক্ষেতে গাঁজার চাষ, পুলিশের অভিযানে ৫ টি গাঁজা গাছসহ গ্রেফতার ১


উজ্জ্বল রায়্, নড়াইল থেকে:

নড়াইলে সবজি ক্ষেতে গাঁজার চাষ, পুলিশের অভিযানে ৫ টি গাঁজা গাছসহ গ্রেফতার একজন। নড়াইলের নড়াগাতী থানাধীন মুলশ্রী গ্রামে সবজি বাগানে অভিযান চালিয়ে পাঁচ টি গাঁজা গাছসহ সবজি বাগানের মালিক আবুল হাসনাথ ওরোফে ওয়াসিম (৪৫) কে গ্রেফতার করে নড়াগাতি থানা পুলিশ। তিনি মুলশ্রী গ্রামের মৃত হাসমত আলী শিকদারের ছেলে। উজ্জ্বল রায়্, নড়াইল থেকে জানান, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব সুকান্ত সাহার তত্ত্বাবধানে এএসআই (নিঃ) জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ মুলশ্রী গ্রামে এ অভিযান পরিচালনা করে। পাঁচ টি গাঁজা গাছের মধ্যে এক টি গাছের উচ্চতা ছয় ফুট ও বাকি চার টি গাছের উচ্চতা চার ফুট এবং গাছগুলোর মোট ওজন চার কেজি। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন