Daily News BD Online

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প


আব্দুল হামিদ, জেলা  প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশার ফ্রী মেডিকেল ক্যাম্পিং  উপলক্ষে হতদরিদ্র, স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আশা) দক্ষিণবাগ ইউনিয়নের আজিমগঞ্জ ব্রাঞ্চে আশা অফিসে
দিনব্যাপীএই ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ আগষ্ট) সকালে
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পিং এ বড়লেখা উপজেলার আজিমগঞ্জ ব্রাঞ্চে এলাকার দরিদ্র এবং খেটে-খাওয়া মানুষদেরকে প্রাথমিক চিকিৎসা, ডায়াবেটিস পরিক্ষা, গর্ভপাত পরিক্ষা, ইউরিনে প্রটিন পরিক্ষাসহ নানাবিধ প্রাথমিক সেবা প্রদান করা হয়। ফ্রী সেবা প্রদান কার্যক্রম শুরুর আগে অনুষ্ঠিত আলোচনায় আশা কর্তৃপক্ষ জানায় ঋণ প্রদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামজিক কর্মকাণ্ড ও দরিদ্রদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে আশা।এতে  প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন  জনাব, কুতুব মিয়া আশা মৌলভীবাজার জেলা কার্যালয়।বিশেষ অতিথি আজিজুল ইসলাম, ইউপি সদস্য ১০নং দক্ষিণ ভাগ,বিশেষ অতিথি, জনাব নজরুল ইসলাম টেক্কা সাবেক ইউপি সদস্য, ১০নং দক্ষিণ ভাগ ইউপি সদস্য, প্রধান শিক্ষক দক্ষিণ ভাগ নবীন চন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক জনাব সামাদ আহমদ,মেরিট কেয়ার একাডেমী, শুভেচ্ছা বক্তব্য রাখেন আজিমগঞ্জ ব্রাঞ্চের সি.বি.এম জনাব বকুল চক্রবর্তী, উপস্থাপনা করে স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডা.তানজিলা চৌধুরী,সভাপতিত্ব করেন জুড়ী আঞ্চলিক কার্যালয়ের সম্মানিত সি.আর.এম জনাব মো:মাহবুবুর রহমান। এছাড়াও এবি.এম জনাব, আনোয়ার হোসেন ও শিক্ষা সুপার ভাইজার সুদীপ বিশ্বাস প্রমুখ। স্থানীয় গগণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসা সেবা নিতে আসা লোকজন।উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন