Daily News BD Online

তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন ; নাগরপুরে প্রতীক পেয়ে প্রচারে প্রার্থীরা


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে গতকাল সোমবার জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদের চেয়াম্যান প্রার্থীরা প্রচারে নেমে পড়েছে। পৃথক পৃথক মোটরসাইল বহর নিয়ে শোডাউন করছেন। এদিকে বসে নেই ভাইস চেয়ারম্যান (নারী/পুরুষ) প্রার্থীরা । তারা নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা চলাচ্ছেন। এবারের নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আব্দুস সামাদ (ঘোড়া) খন্দকার সালমান শামস (জিৎ) (আনারস) ও মো. হুমায়ুন কবির  (মোটরসাইকেল) ভাইস চেয়ারম্যান পদে মো. ফারুক হোসেন (তালা) মো. আনিসুজ্জামান জুয়েল (চশমা) মো. বাবর আল মামুন  (বৈদ্যুতিক বাল্ব) মো. ঠান্ডু মিয়া (টিউবওয়েল) মো. গোলাম মোস্তফা (উড়োজাহাজ) মো. হারুন অর রশিদ (গ্যাস সিলিন্ডার) মো. শফিকুল ইসলাম শফি (বই) মো. সোলায়মান হোসেন সেলিম (টিয়া পাখি) হাফেজ রফিকুল ইসলাম (মাইক) ভাইস চেয়ারম্যান নারী সামিনা বেগম শিপ্রা (বৈদ্যুতিক পাখা) জরিনা বেগম (প্রজাপ্রতি) জিয়াসমিন আক্তার জোৎসনা (হাঁস) কামরুন নাহার (ফুটবল) সাফিয়া ইউসুফ (কলস)।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন