Daily News BD Online

সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে : ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের



 হাফেজ নজরুল।।
অন্তর্বতীকালীন সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে, যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে  আমরা  মেনে নেব না।
মুরাদনগর ফোরাম ঢাকার উদ্যোগে  ২০ নভেম্বম  বুধবার বিকেলে কাকরাইল  ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর মিলনায়তনে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানের সদস্য সচিব প্রফেসর মো সিরজুল ইসলাম বেগের সঞ্চালনায় ও  বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য,  বিশিষ্ট চিকিৎসক, সমাজ সেবক, রাজনীতিবিদ এবং মুরাদনগর  ফোরামের  আহবায়ক ডা.মুহাম্মদ  তফাজ্জল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়  নায়েবে আমীর, বিশিষ্ট বুদ্ধি জীবি ও রাজনীতিবিদ এবং  সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়  সহকারী সেক্রেটারী জেনারেল ও  প্রখ্যাত আলেমে দীন মাওলানা এ টি এম মাসুম।
উক্ত অনুষ্ঠানে   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে  ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি  ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক  মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য  ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মো: মোবারক হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহনগরীর সেক্রেটারী আবু সাঈদ মো: ফারুক, নারায়ণগন্জ মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য মো: ফরিদ উদ্দিন মাস্টার,   মুরাদনগর উপজেলা আমীর মাওলানা আ ন ম ইলিয়াছ, বাঙ্গরা বাজার থানা আমীর মু. আব্দুর রহিম মাস্টার, মুরাদনগর উপজেলা সাবেক আমীর মিয়া মোহম্মদ মনছুর, মুরাদনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম প্রমূখ।  
 বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ঢাকাস্থ মুরাদনগরের  প্রবাসী জনশক্তির মধ্যে ঢাকার বিভিন্ন এলাকার দায়িত্ব শীল নেতৃবৃন্দ,  ডাক্তার, ইন্জিনিয়ার, কৃষিবিদ, ইউনিভার্সিটি - কলেজ শিক্ষক, সাংবাদিক,ব্যবসায়ী সহ বিভিন্ন পেশায় নিয়োজিত   পাঁচ শতাধিক  গন্যমান্য ব্যক্তিবৃন্দের উপস্থিতিতে প্রীতি সমাবেশটি একটি ইসলামী আন্দোলনের কর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে। প্রীতি সমাবেশে উপস্থিত সকলে সমন্বিত প্রচেষ্টায় মুরাদনগরের মাটিকে ইসলামের ঘাঁটিতে  পরিনত করে ইসলামের বিজয় নিশান উড়ানোর জন্য দীপ্ত শপথ গ্রহণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন