Daily News BD Online

বোচাগঞ্জ থানায় ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

 



খান মোঃ আঃ মজিদ দিনাজপুর:
ভুক্তভোগী মোঃ আব্দুল মজিদ খান তার বসতবাড়ি হইতে গত ১৪/১১-২০২৪ ইংরেজি তারিখে আনুমানিক ভোর ৫ টা ৩০ মিনিটের সময় মজিদ খানের শোয়ার ঘরের ভেতরে থাকা মানিব্যাগে ৬৫০০ টাকা, ভোটার আইডি কার্ড সহ হিরো হোন্ডা মোটরসাইকেলের লাইসেন্স, ড্রয়ার থেকে গচ্ছিত নগদ ৫০ হাজার টাকা মোট ৫৬ হাজার টাকা এবং দুইটি মোবাইল সেট Oppo Reno 8 T 5G যার মূল্য ৪০ হাজার টাকা, Samsung galaxy a13 যার মূল্য ২৬ হাজার টাকা মোট ৬৬ হাজার টাকা ও দুই মোবাইল সেটের রশিদ সহ ঘরে মেন গেট খুলে পালিয়ে যায় মুজিদ খানের স্ত্রী মোছাঃ আশা আক্তার। অনেক খোঁজাখুঁজি করা পরেও পাওয়া যায়নি । অভিযুক্তরা হলেন ১) মোছাঃ আশা আক্তার (২৫) পিতা মোঃ লাইছুর রহমান ২) মোঃ লাইছুর রহমান (৫৫) পিতা মৃত মফির উদ্দিন ৩) মোছাঃ লিপি আক্তার (৪৫) স্বামী মোঃ লাইছুর রহমান, ৪) মোঃ নয়ন মিয়া (২২) এরা হলো গিয়ে নারী ও অর্থলোভী উস্কানি দাতা- ৫) মোঃ আঃ মালেক ওরফে চৌধুরী (৬০) পিতা মৃত মশির উদ্দিন ৬) মোঃ দুলাল মিয়া (৬৫) পিতা মৃত আঃ হামিদ সর্ব সাং গুচ্ছগ্রাম আবাসন এক নং ইউপি নাফা নগর ইউনিয়ন ডাকঘরঃ সুলতানপুর থানাঃ বোচাগঞ্জ জেলা দিনাজপুর। 

ইতি পূর্বের ঘটনার তারিখ 
গত ৩১/৯/২০১৮ নগদ টাকা ও অলংকার মোট ১,৭৮,৫০০ , ১৫/৬/২০২৩, ১৫/৭/২০২৩, ০৩/১১/২০২৩ ও ৩১/০১/২০২৪ নগদ ৪,০০০০০/-৳,সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার, সাড়ে ১০ ভরি রুপা অলংকার, একটি বাটন এবং ৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল , একটি এলইডি টিভি, একটি সেলাই মেশিন, একটি ব্যালেন্ডার,একটি ইস্ত্রি আইরন, একটি প্রেসার কুকার ও অন্যান্য মূল্যবাণী মালামাল সহ জরুরী কাগজপত্র নিয়ে পালিয়ে যায় আশা আক্তার। মোট ১৬০,৯,২০০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবীণ সাংবাদিক মোঃ আঃ মজিদ খান।
অভিযুক্তদের বিরুদ্ধে নয়জনকে আসামি করে বোচাগঞ্জ স্থানে মামলা দায়ের এবং বিভিন্ন পুলিশ প্রশাসনের দপ্তরে অভিযোগ দায়ের করেছেন ১৮/১১/২০২৪ ইংরেজি সেতাবগঞ্জ ডাক অফিসের মাধ্যমে, ১. জেলা প্রশাসকের কার্যালয় সদর দিনাজপুর, ২. জেলা পুলিশ সুপার সদর দিনাজপুর, ৩. ওসি ডিবি পুলিশ কর্মকর্তা সদর দিনাজপুর, ৪. বাংলাদেশ সেনাবাহিনী, কুঠিবাড়ি ক্যান্টনমেন্ট, মিশন রোড, সদর দিনাজপুর, ৫. ওসি পিবিআই কর্মকর্তা ভারপ্রাপ্ত ফুলবাড়ি বাসস্ট্যান্ড রোড, সদর দিনাজপুর, ৬. র‍্যাব-১৩ মেডিকেল রোড, সদর দিনাজপুর, ৭. সহকারী কমিশনার ভূমি বোচাগঞ্জ থানা রোড, দিনাজপুর, ৮. উপজেলা নির্বাহী অফিসার বোচাগঞ্জ, দিনাজপুর, ৯. ১ নং ইউপি চেয়ারম্যান নাফানগর,বড় সুলতানপুর, বোচাগঞ্জ, দিনাজপুর, ১০. বোচাগঞ্জ থানা, দিনাজপুর। বাংলাদেশ ডাক বিভাগ রেজিস্ট্রি রশিদ নং 1. DL 982721165 BD 2. DL 982721165 BD 3. DL 982721182 BD 4. DL 608093526 BD 5. DL 608093512 BD 6. DL 608093543 BD 7. 608093530 BD 8. DL 608093565 BD & 9. DL 608093702 BD 

অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রয়োগ করে সিন্ডিকেট ভাঙ্গার সচেতন মহল এবং বোচাগঞ্জ উপজেলা বাসি করজরে দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন