নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় তৃনমূল অসহায় নারী ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সফল শিল্পউদ্যোক্তা সুজিত সাধ্য ও তার প্রতিষ্টিত কোম্পানি গ্রীনস্টার ক্যামিকেল এন্ড কনজুমার প্রোডাকস লিমিটেড। সফল শিল্পউদ্যোক্তা সুজিত সাধ্য ২০১৭ সালে নেত্রকোণা বিসিক শিল্প নগরী এলাকায় দশহাজার পাঁচশত বর্গফুট জায়গার উপর প্রতিষ্ঠিত করেন দেশের অন্যতম জনপ্রিয় মশা নিধনকারী কয়েল ব্যান্ড, যা বর্তমানে মনপুরা মশার কয়েল ও মনপুরা হাঙ্গার মশার কয়েল নামে পরিচিত,উৎপাদন ও বিপনন করছে তার প্রতিষ্টিত কোম্পানি গ্রীনস্টার ক্যামিকেল এন্ড কনজুমার প্রোডাকস এর মাধ্যমে। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও মশক নিধনে যেমন ভূমিকা রাখছে গ্রীনস্টার কনজুমার তেমনি কৃষিনির্ভর হাওর অঞ্চল নেত্রকোণায় অসহায় মহিলা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে তার এই প্রতিষ্ঠানে। এবিষয়ে কোম্পানিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুজিত সাধ্য জানায়,আমি ২০১৭ সালে বিসিক শিল্পনগরী নেত্রকোণায় অসহায় ও বেকার যুবকদের নিয়ে গ্রীনস্টার ক্যামিকেল এন্ড কনজুমার প্রোডাকস শুরু করি। আমি মানসম্পন্ন মশক নিধক কয়েল সরবরাহ করে মার্কেটে ব্যাপক সাড়া পেয়েছি। ভোক্তারাও আমার কয়েলের প্রতি আস্থা স্থাপন করেছে যার কারনে আমার ব্যবসার ব্যাপ্তি বেড়েছে। আমার ইচ্ছা আছে আগামীতে খাদ্য-পণ্য নিয়ে কাজ করব।ইতিমধ্যে আমি চানাচুর তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহন করেছি।তবে কিছু কুচক্রী মহল আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আমার কয়েল সম্পর্কে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করছে এবং নকলের পাঁয়তারা করছে।আমি গ্রাহকদের এইসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনপ্রিয় মশার কয়েল মনপুরা ও মনপুরা হাঙ্গার নকল এড়িয়ে আসল দেখে ক্রয়ের আহ্বান জানাচ্ছি। সরকারি বেসরকারি বিনিয়োগ সহযোগিতা পেলে নেত্রকোণার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও ভোক্তাদের মানসম্মত পণ্য সরবরাহ করতে পারব। এতে দেশ ও সমাজ উপকৃত হবে বলে আমি আশা রাখি।