Daily News BD Online

সোনারগাঁয়ে পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

 



মোঃ নুর নবী জনি,নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা পাল্প এন্ড পেপার (টিস্যু) কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। 


গতকাল সোমবার ভোরবসোয়া ৫ টার দিকে উপজেলা পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা পাল্প এন্ড পেপার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ।


জানা যায়, সকালে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে, তবে ক্ষয় ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ জানান, সকাল সোয়া ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫ টার মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। স্থানীয় ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। যেহেতু এটি একটি টিস্যু কারখানায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয় বলেও জানান। তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন