ফাহিম ফরহাদ, গাজীপুরঃ
গাজীপুর মহানগরীর কলম্বিয়ায় একটি পোষাক কারখানার শ্রমিক ছাটাই কেন্দ্রিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। রবিবার (২৩ফেব্রুয়ারি) সকাল সারে ১১টায় নগরীর মালেকেরবাড়ি কলম্বিয়া কারখানার সামনে হা-মীম গ্রুপের একটি পোষাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।
পুলিশ ও শ্রমিকরা জানায় বিনা নেটিশে ৭৬জন শ্রমিককে দ্যাটস ইট ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ চাকরিচ্যুত করেন। এমনকি আইনানুযায়ী ৪মাসের বকেয়া দেয়ার নিয়ম থাকলেও দেনাপাওনা পরিশোধ না করে শ্রমিকদের চাকরিচ্যুত করেন। সরেজমিনে দেখা যায় কারখানার সীমানা প্রাচীরে চাকরিচ্যুতদের তালিকাও দেয়ালে প্রদর্শন করা হয়। ফলে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এর আগে যেসকল শ্রমিকরা অন্য শ্রমিকদের হামলা করেছে ও কারখানা ভাঙচুর চালিয়েছে তাদেরকেই ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসবের প্রতিবাদে এদিন সকাল সারে ১১টা থেকে দুপুর দেড়টা অবদি শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন যৌথবাহিনীর সদস্যরা। পরে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে ব্যার্থ হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা জানায়, তাদের মারধর করে সড়ক থেকে সরানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জিএমপির (অপরাধ উত্তর) উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন জানান, যৌথবাহিনীর সহায়তায় সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে শীঘ্রই সমাধান হতে পারে।
Tags
গাজীপুর