মোঃ হাবিব মিয়া, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জে নিকলীতে সোনালী ব্যাংক পিএলসি এর উদ্যোগে বিশ্বস্ত ও স্মার্ট গ্রাহক সেবা বৃদ্ধি ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নিকলী উপজেলা সোনালী ব্যাংক অফিস কার্যালয়ে নিকলী সোনালী ব্যাংক পিএলসি. আয়োজনে গ্রাহক সেবা সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিকলী সোনালী ব্যাংক পিএলসি ম্যানেজার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিকলী সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আবুল কাশেম।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের এজিএম মোঃ দুলাল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সোনালী ব্যাংক জি এম অফিসের প্রিন্সিপাল অফিসার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোজাম্মেল হক আবির,নিকলী সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ জুবায়ের আল মাহমুদ, নিকলী সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আখম হুমায়ুন, আমিনুল ইসলাম, আবু কাসেম, আল- আমীন,নিকলী সোনালী ব্যাংকের ক্যাশ অফিসার সজীব কুমার চৌধুরী, মোহাম্মদ সাজন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি খাইরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজমল হোসেন, সাংবাদিক মোঃ হাবিব মিয়া, সোনালী ব্যাংকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।
বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে গ্রাহক সেবা দেওয়ার জন্য সোনালী ব্যাংক আপনাদের পাশে রয়েছে।
আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে লেনদেন করবেন এবং সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী।
Tags
কিশোরগঞ্জ