শাহাদাত হোসেন মানিকঃ ঢাকা জেলা আশুলিয়া থানাধীন সাধুপাড়া এলাকায় আশুলিয়া রুস্তমপুর আঞ্চলিক মহাসড়কের ল্যান্ড মার্ক সংলগ্ন নির্মাণাধীন সাধুপাড়া ব্রিজের কাজ পরিত্যক্ত অবস্থায় পরে আছে।বিকল্প বিকল্প যে ব্রিজটা তৈরী করে ছিলো তাহা এখন চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে।প্রতি নিয়ত দূর্ঘটনায় পরতে হচ্ছে এলাকাবাসীর।ব্রিজের কাজ ও বিকল্প রাস্তাটি পরিপূর্ণ না করলে বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিলেন আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ও এলাকাবাসী।
আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে এলাকাবাসীকে নিয়ে ব্রিজ এলাকা পরিদর্শনে এসে তিনি এই ঘোষণা দেন।এছাড়াও ব্রিজটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান তিনি।এসময় পাড়া গ্রামের বিএনপি নেতা মোঃ খোরশেদ মন্ডল,শাহজাহান মন্ডল,বাবুল মন্ডল, কাশেম দেওয়ান ও সেলিম হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাইদুর রহমান জানান আশুলিয়া টু রুস্তমপুর সড়কে সাধুপাড়া নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন অস্থায়ী ব্রিজটি ব্যবহার করার সময় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে , ব্রিজে উঠার পথটি খুবই সরু আর ঢালু হওয়ায় এবং পথটি সমান না থাকায় যানবাহন উল্টে গিয়ে খাদে পড়ছে । অনেকই পড়ে গিয়ে গুরুতর আহত হচ্ছে তাই এই পথটি দিয়ে যানবাহন সহ পথচারীদের চলাচল নিরপদ ও নির্বিঘ্ন করার জন্য যাথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক বরাবর গণস্বাক্ষর সম্পৃক্ত একটি লিখিত স্বারকলিপি দেয়া হয়।তিনি আরো বলেন সাধুপাড়া ব্রিজটি ছোট্ট একটি ব্রিজ,অনেক দিন আগে এখানে পুরাতন ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণ করার কাজ শুরু হয়ে ছিল।দায়িত্বশীলতার সাথে কাজ করলে যেটি একমাসে শেষ হওয়ার কথা সেখানে একবছর কেটে গেলেও ব্রিজের দেখা মিলেনি।এক বছরেও বেশি সময় ধরে এখানকার মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিভিন্ন সময়ে এখানকার দুর্ভোগ ও দুর্ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে,তারপরেও টনক নড়েনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের।স্থানীয়রা জানান,পুরাতন ব্রিজ ভেঙে নাম মাত্র কাজ শুরু করেই ব্রিজের কাজ বন্ধ করে রেখে ছিলো ঠিকাদার,তারপর বর্ষা চলে আসলো,আমরা এই ব্রিজের জন্য গৃহবন্দি হয়ে গিয়েছি।
ভেবে ছিলাম বর্ষা শেষ হলে হয়তো ঠিকাদার ব্রিজটির কাজ শেষ করবে,কাজের কাজ কিছুই করেনি। আবারো বর্ষা এলো বলে,আমরা চরম দুর্ভোগ পোহাচ্ছি,চলাচলের জন্য নাম মাত্র একটি বাইপাস পথ বানিয়ে রেখেছে , সেটিতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।এমন এক অবস্থা হয়েছে যে এটা দেখার কেউ নেই।এব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।এলাকাবাসীর বাদী যদি তাদের এই সমস্যা সমাধানের কোন ব্যবস্থা না হয় তাহলে এলাকাবাসী লাগাতারা কর্মসূচি বাস্তবায়নে ব্যবস্থা গ্রহন করবে।
Tags
আশুলিয়া