প্রবাসীদের প্রক্সি ভোটেই আগ্রহ ইসির



 আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের প্রক্সি ভোট দেওয়ার প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এ কথা জানানো হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, একটি অ্যাপ তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপের মধ্যেই প্রবাসীরা তাদের নমিনি ঠিক করে দেবেন এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

 

তিনি জানান, কমিশন সভায় প্রক্সি ভোটের বিষয়টি অনুমোদনের পর বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এছাড়া দেশের বিভিন্ন বড় বড় আইটি ফার্মের সাথেও আলোচনা করে মতামত নেওয়া হবে। প্রক্সি ভোটের বিষয়ে কারিগরি সবদিক যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন