Daily News BD Online

দিনে গৃহবধূ, রাতে সিক্রেট এজেন্টের কাজ করেন রাধিকা!

 


দিনের বেলায় সাধারণ আর পাঁচজন গৃহবধূর মতোই থাকছেন কিন্তু রাত হলেই ফুটে ওঠে তার ভিন্ন রূপ। রাতে সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করেন অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘মিসেস আন্ডারকভার’ ছবিতে তাকে এ দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

সম্প্রতি প্রকাশ্যে এলো রাধিকার নতুন ছবির টিজার।

নতুন এই ছবিতে রাধিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন টলিউড অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। রাধিকার চরিত্র দুর্গার স্বামীর ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। টিজারে রাধিকাকে বেশ অপটুভাবে গৃহবধূর ভূমিকায় দেখা যাচ্ছে। কিন্তু এই রাধিকাই আবার রাতের অন্ধকারে হয়ে উঠছে সিক্রেট এজেন্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন