বিনোদন ডেস্কঃ অবমুক্ত হলো তরুণ নির্মাতা শামীম আহসানের পরিচালনায় মিউজিক ভিডিও "প্রথম অনুভূতি"। নাহিদ হাসানের কথা ও সুরে,নাসিফ অনির সংগীত আয়োজনে গানটিতে কন্ঠ দিয়েছে তাহমিদ অরিত্র। একটি টিনেজ প্রেমের গল্প নিয়ে চমৎকার একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শামীম আহসান।মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছে তাহমিদ অরিত্র, অহি ইসলাম অথৈ,নাদিরা মুক্তা সহ আরও অনেকে।পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে তাহমিদ অরিত্র ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে।
প্রথম অনুভূতি সম্পর্কে নির্মাতা শামীম আহসান বলেন, স্কুল-কলেজের প্রেমগুলো অদ্ভুত সুন্দর হয়।প্রথম অনুভূতিগুলো মানুষ কখনো ভুলতে পারেনা। মিউজিক ভিডিওটি কলেজ পড়ুয়া দুটি ছেলে মেয়ের গল্প নিয়েই বানানো হয়েছে।আশাকরি গানটি সবাইকে তাদের স্কুল-কলেজের অনুভূতি গুলোর কথা মনে করিয়ে দিবে।
Tags
বিনোদন