মোঃ শাখাওয়াত হোসেন, পটুয়াখালী (বরিশাল) :
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের আউলিয়াপুর স্ব-মিল ঘাট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। অদ্য ২৯ শে এপ্রিল শনিবার বিকেল সাড়ে ৫টায় বেপারী পরিবহন ও কায়েদ সুপার-২ বাসের মুখোমুখি সংঘর্ষ এ হয়। সূত্রে জানা যায়, ঢাকা থেকে বেপারী পরিবহন কলাপাড়ার দিকে এবং পটুয়াখালী থেকে কায়েদ সুপার-২ বরিশাল যাবার পথে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার কারনে রাস্তার দু'পাশে শতশত গাড়ি রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকে আছে। বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস এবং বাকেরগঞ্জ থানার চৌকস পুলিশ টিম ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এছাড়াও গাড়ি দুটো রাস্তা থেকে ক্রেন ব্যবহার করে উদ্ধার করে সাইডে সড়িয়ে নেন। এ বিষয় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটনার তিনঘণ্টা অতিক্রম করলেও এখন পর্যন্ত কোনো নিহতের সংবাদ পাওয়া যায়নি। ঘটনা পর্যালোচনা করে প্রথমিক ভাবে ব্যাপারী পরিবহনের গাড়ির ফিটনেস, ও চালকের অদক্ষতার প্রমান মেলে। গাড়ীটির নাম শরিয়ত পুর পরিবহনের আদলে ব্যপারী পরিবহনের নাম ব্যবহার করে এ লাইনে চলাচল করে।