নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)র কুমিল্লা নাঙ্গলকোট শাখার কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
আজ ২৬ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে দৈনিক সকালের সময়’র তাজুল ইসলাম মিয়াজী কে সভাপতি, দৈনিক লাল সবুজের দেশ’র মোঃআব্দুর রহিম বাবলু কে সাধারণ সম্পাদক, যুগান্তর’র মহিবুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২বছরের জন্য বিএমইউজে কুমিল্লা নাঙ্গলকোট শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটি অন্যান্যরা হলেন উপদেষ্টা সমাজকন্ঠ’র এ.এইস.এম আবুলখায়ের ও ভোরের ডাকের রতন মজুমদার, আইন উপদেষ্টা এডভোকেট ওমর ফারুক নিজামী,সহ-সভাপতি সবুজ পত্রের জামাল উদ্দিন স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কলাম’র সাইফুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক অগ্রযাত্রা’র নাঈম উদ্দিন , অর্থ সম্পাদক আজকের বসুন্ধরা’র মোঃবসির আহমেদ, সদস্য নয়াআলো.কম’র খোরশেদ আলম চৌধুরী, আলোর দিশারীর শামিমুর রহমান, আমাদের নাঙ্গলকোট’র আব্দুল হান্নান, বাংলাদেশ বার্তা বিডি’র মোঃ ইউসুফ আলী।
আজ ২৬ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে দৈনিক সকালের সময়’র তাজুল ইসলাম মিয়াজী কে সভাপতি, দৈনিক লাল সবুজের দেশ’র মোঃআব্দুর রহিম বাবলু কে সাধারণ সম্পাদক, যুগান্তর’র মহিবুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২বছরের জন্য বিএমইউজে কুমিল্লা নাঙ্গলকোট শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটি অন্যান্যরা হলেন উপদেষ্টা সমাজকন্ঠ’র এ.এইস.এম আবুলখায়ের ও ভোরের ডাকের রতন মজুমদার, আইন উপদেষ্টা এডভোকেট ওমর ফারুক নিজামী,সহ-সভাপতি সবুজ পত্রের জামাল উদ্দিন স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কলাম’র সাইফুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক অগ্রযাত্রা’র নাঈম উদ্দিন , অর্থ সম্পাদক আজকের বসুন্ধরা’র মোঃবসির আহমেদ, সদস্য নয়াআলো.কম’র খোরশেদ আলম চৌধুরী, আলোর দিশারীর শামিমুর রহমান, আমাদের নাঙ্গলকোট’র আব্দুল হান্নান, বাংলাদেশ বার্তা বিডি’র মোঃ ইউসুফ আলী।
Tags
বাংলাদেশ