Daily News BD Online

লক্ষ্মীপুর দুই নেতার কবরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তাহসান আহমেদ রাসেলের শ্রদ্ধাঞ্জলি


মোঃ তামজিদ হোসেন রুবেল, রামগঞ্জ (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও বশিকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লা আল নোমান এবং লক্ষীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল ও লক্ষীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া।

রোববার (৩০ এপ্রিল) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান সাবেক কেন্দ্রীয়  ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেলের পক্ষ থেকে ওই জিয়ারত এবং ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।


এ সময় তাহসান আহমেদ রাসেলের সঙ্গে বশিকপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, রামগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক"সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল এ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা কাণ্ডের সঙ্গে জড়িতরা সন্ত্রাসী। দোষীদের শনাক্ত পূর্বক দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন