Daily News BD Online

কয়রায় সরকারের খাদ্য সহায়তার চাল পাচ্ছেন ১৭৯১৪ পরিবার


মোক্তার হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকার প্রদত্ত খাদ্য সহায়তার চাল পাচ্ছেন ,১৭ হাজার ৯শ ১৪ পরিবার।
কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কয়রা উপজেলার ৭টি ইউনিয়নে ১৭ হাজার ৯শ ১৪টি অতি দরিদ্র পরিবারের মাঝে ১৭৯.১৪০ মেট্রিকটন চাল বিতরণ করা হবে। এর মধ্যে আমাদী ইউনিয়নে ৩ হাজার ৫২টি পরিবার, বাগালী  ইউনিয়নে ৩ হাজার ১ শ ৭৪টি, মহেশ্বরীপুর ইউনিয়নে ২ হাজার ৭শ ৫৯টি, মহারাজপুর ইউনিয়নে ২ হাজার ৮শ ৫৯টি, কয়রা সদর ইউনিয়ন  ৩ হাজার ৬০টি, উত্তর বেদকাশি ইউনিয়নে ১ হাজার ৪শ ৩৩টি ও  দণি বেদকাশি ইউনিয়নে ১ হাজার ৫শ ৭৭টি অতি দরিদ্র পরিবার পাবেন ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল।
গতকাল সকালে কয়রা সদর ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস,এম শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম বাহারুল ইসলাম সহ ইউপি সদস্যরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি হারে চাল বিতরণর জন্য ইউপি চেয়ারম্যানদের তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে। চাল বিতরণের প্রতি ইউনিয়নে এক জন করে ট্যাগ অফিসারের উপস্থিতে চাল বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান জানান, ভিজিএফ এর চাল দুস্থ, অতি দরিদ্র ব্যক্তি বা পরিবারকে প্রদান করতে হবে। পাশাপাশি উপকারভোগীদের তালিকা প্রণয়নের ক্ষেত্রে একই পরিবার বা ব্যক্তি ভিজিএফ কার্ড না পায় সে বিষয়ে সংশ্লিষ্ঠ ইউনিয়নের চেয়ারম্যানদের মাথায় রেখে তালিকা প্রণয়নের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম  বলেন, উপকারভোগীদের মাঝে চাল বিতরণে যেন কোন সমস্য না হয় সে জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তদারকিসহ সঠিক পরিমাণে খাদ্যশস্য বিতরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন