মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
প্রতিবন্ধী জাবেদুল তার স্বপ্নের বাড়ি পেয়ে উচ্ছসিত, আনন্দিত। জাবেদুল এবং তার বৃদ্ধ মা রঙিন টিনের নতুন চকচকা ঘর পেয়ে ভীষণ খুশি, যেন রাজ্যের সব হাসি তাদের চোখেমুখে পেয়ে বসেছে। নির্মান কাজ শেষ হলে আজ সোমবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিক ভাবে জাবেদুল ও তার বৃদ্ধ মায়ের কাছে হস্তান্তর করা হয় ঘরটি।
জানা যায়, সম্প্রতি ঘরটি নির্মানের উদ্যোগ নেয় ময়মনসিংহের সামাজিক সংগঠন 'আনোয়ারা-করিম সমাজ কল্যাণ সংস্থা'। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরি গ্রামের টানপাড়া এলাকার শারিরীক ও মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন এই তরুণের ভাঙাচোরা ব্যবহারের অনুপযোগী ঘরটি মাসখানেক আগের টানা বৃষ্টিতে একেবারেই ভেঙে পড়ে।
বিষয়টি নজরে এলে সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবী কাব্য সুমি সরকার বন্ধু-সুহৃদদের নিকট আহ্বান রাখেন- জাবেদুল ও তার বৃদ্ধা মায়ের জন্য একটি ঘর তৈরি করে দেবার জন্য। তার ডাকে সারা দিয়ে একজন হতদরিদ্র বিশেষ চাহিদাসম্পন্ন জাবেদুলের জন্য এগিয়ে আসে বহু সুহৃদ। সবার সহযোগিতায় তিলে তিলে গড়ে উঠে তাঁর স্বপ্নের ঘর। তার জন্য এর আগে একটি হুইলচেয়ারের ব্যবস্থাও করে দিয়েছিল সংস্থাটি।
বৃদ্ধ মা শারীরিক ভাবে চলতে অক্ষম ছেলেকে নিয়ে জন্মের পর থেকেই অমানবিক কষ্ট করে আসছিল। বয়সের ভাড়ে নতজানু মা'র জন্য এখন সেটি হয়ে পড়েছিল আরও কষ্টকর। জাবেদুলের চলাচলের জন্য ছিলনা কোন হুইলচেয়ার, ছিলনা থাকার উপযোগী ঘর। ভাঙাচোরা ঘরেই অনেক কষ্টে দিন কাটছিল তাদের। কিন্তু মাসখানেক আগের বৃষ্টিতে সেটিও ধসে পড়ে। জাবাদুলের আরও চার ভাই থাকলেও তারা গার্মেন্টসে চাকরি করার সুবাদে বাড়িতে থাকে না। নিম্ন আয়ের মানুষ হওয়ায় মা-ভাইয়ের খোঁজ-খবরও ঠিক মতো নিতে পারেনা তারা।
এবিষয়ে স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুইটি আক্তার জানান, 'জাবেদুলকে নিয়ে তার বৃদ্ধ মা অনেক কষ্টে দিনযাপন করছিল। সুমি আপু এধরণের অবহেলিত মানুষের পাশে সবসময় দাঁড়ায় জানতে পেরে তাঁর সাথে যোগাযোগ করলে সে জাবাদুলের জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেন। এখন আবার একটি টিনশেড ঘরের ব্যবস্থা করে দিলেন।'
সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি কাব্য সুমি সরকার জানান, 'মাসখানেক আগে জানতে পারি কয়েকদিনের টানা বৃষ্টিতে জাবেদুলের ভাঙাচোরা ঘরটি একেবারে ভেঙ্গে গেছে। তাৎক্ষনিকের আহ্বানে সকল সুহৃদের সহযোগিতায় তাদের জন্য একটি ঘরের ব্যবস্থা করতে পেরেছি। সেজন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আজ আনুষ্ঠানিক ভাবে জাবেদুল ও তার বৃদ্ধ মাকে সেটি বুঝিয়ে দিলাম।'
Tags
বাংলাদেশ