ওসমান গনি , গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আফজাল হোসেন (৪০) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।অভিযুক্ত গ্রাম পুলিশ আফজাল হোসেন উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গুচ্ছ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। সে বিবাহিত এবং পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গুচ্ছ গ্রামের শিশুটির পাতানো মামা লম্পট গ্রাম পুলিশ আফজাল হোসেন চকলেটের প্রোলভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায়। পরে শিশুটিকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ভয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত আফজাল হোসেন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
শিশুটির মা বলেন, আমি থানায় মামলা দায়ের করেছি।আমার মেয়ের সর্বনাশ যে করেছে তার যেন কঠিন শাস্তি হয়। আর কোনো শিশুর যেন এমন ক্ষতি না করতে পারে।
এ ব্যাপারে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন , এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেছে। আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
Tags
বাংলাদেশ