আনোয়ার হোসেন, রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে অগ্নিঝুকী রক্ষায় সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত । ১৮ এপ্রিল মঙ্গলবার পীরগঞ্জ ব্যবসায়ী ফোরামের উদোগে সংগঠনের কার্যালয়ে সাধারণ সম্পাদক শামীম সরকারের সঞ্চালনায় বিশিষ্ট ব্যাবসায়ী এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা জাকির হোসেন, মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশে চলমান তীব্র তাপপ্রবাহ ও দেশের বিভিন্ন স্থানে অগ্নীকান্ডর বিষয়ে দুংখ প্রকাশ করেন, এবং প্রতিটি বাসা বাড়িতে বৈদ্যুতিক সরন্মজাদী পরীক্ষা করার অনুরোধ করেন, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে এক্সটিংগুইসার (অগ্নিনির্বাপকযন্ত্র) রাখতে তার ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান ।এ ছাড়াও পুরাতন এক্সটিংগুইসার পরিবর্তন করে নতুন ভাবে ক্রয় করতে বিশেষ ভাবে আহ্বান জানান ।এ বিষয়ে স্হানীয় ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করতে বলা হয় ।এ ছাড়াও যেহেতু দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান সে হেতু বাসা বাড়িতে আগুন যাতে সতর্কতার সাথে ব্যবহার করা এবং মানসন্মত বৈদ্যুতিক সরন্মজাদী ব্যবহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান ।
Tags
বাংলাদেশ