Daily News BD Online

ভাঙ্গা হাজী আঃ করিম সামর্তবান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


ফরিদপুর, ভাঙ্গা থেকে মোঃ আনোয়ার হোসেন :


ফরিদপুর, ভাঙ্গা  শুক্রবার (৭ এ‌প্রিল) হাজী আঃ করিম সামর্তবান ফাউন্ডেশনের উ‌দ্যো‌গে  ঘারুয়া ইউনিয়নের ইরালদী গ্রামের বালুর মাঠে এক ইফতার ও দোয়া মাহ‌ফি‌লের আ‌য়োজন করা হ‌য়ে‌ছে।

এসময়  চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলা‌মের,তত্বাবধায়‌নে বি‌ভিন্ন শ্রেণি পেশার প্রায় এক হাজার মানুষের মা‌ঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও ইসলামী সঙ্গীত শেষে এলাকাবাসী ও কবরবাসীর জন্য দোয়া করা হয়।

ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম্যান মোঃ মুনসুর আহমেদ মুন্সির সভাপতিত্বে:
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আজিম উদ্দিন উপজেলা, ভাঙ্গা,ফরিদপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মাহমুদুল হাসান,
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল ইসলাম,
 অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, ঘারুয়া ইউনিয়ন  আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ বাহার,
সভাপতি  হিসেবে ছিলেন, ঘারুয়া ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম্যান মোঃ মুনসুর আহমেদ মুন্সি,
ফাউন্ডেশন এর পরিচালনা পর্ষদের সদস্য মাষ্টার মোঃ শহিদুল ইসলাম,
 ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আলহাজ্ব সাইফুল্লাহ শামীম।

আরও ছিলেন সমাজসেবক শেখ শাহজাহান, মিজানুর হাওলাদার, ওবায়দুল মাতুব্বর, শাহাবুদ্দিন শেখসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। এছাড়া ইফতার মাহফিলে এতিম গরিব ও দুঃস্থ পরিবারের মাঝেও ইফতার বিতরণ করা হয়।
আলোচনা সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তার স্বাগত বক্তব্যে বলেন, আমার বাবা মরহুম আব্দুল করিম ও আমার মাতা সমাবর্তন বেগমের নামেই ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে। আমার বাবা জীবিত থাকতে অনেক আশা ছিল জনসেবামূলক ও সদকায়ে জারিয়া মূলক কাজ সমাজে প্রতিষ্ঠিত করা। আমার বাবার সেই লক্ষ্য নিয়েই আমরা চার ভাই নিজ অর্থায়নে ফাউন্ডেশনকে দাঁড় করিয়েছি। ইতিমধ্যে রমজানে গরিব দুঃস্থদের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ চালু থাকবে এবং প্রতিদিন দুই হাজার লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করে বিতরণ করা হবে। আমাদের হাতে পর্যায়ক্রমে আরো একাধিক প্রোজেক্ট চালু করার চিন্তাভাবনা রয়েছে। এলাকাবাসীর  সার্বিক সহযোগিতা নিয়ে আমরা সামনে এগাতে চাই। পরিশেষে সকলের নিকট মরহুম বাবা ও জীবিত মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন