আব্দুল ওয়াদুদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁ জেলার মহাদেবপুরে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিকতার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা সদরের ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত সংবাদিকদের সমাবেশে সংগঠনের সভাপতি কাজী সাঈদ টিটো সভাপতিত্ব করেন।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট এতে প্রধান অতিথি এবং মহাদেবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি গৌতম কুমার মহন্ত, দৈনিক যুগান্তর প্রতিনিধি আইনুল হোসেন, যায়যায়দিন প্রতিনিধি মাহবুবুজ্জামান সেতু, সাংবাদিক রশিদুল হক রশিদ ও সুজন হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে সহ-সভাপতি শহীদুল ইসলা জি, এম, মিঠন, যুগ্ম সাধারণ সম্পাদক অসিত দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক অহিদুল ইসলাম, অর্থ সম্পাদক এস, এম, শামীম হাসান, দপ্তর সম্পাদক কাজী রওশন জাহান, সদস্য সাংবাদিক আব্দুর রহমান, সাংবাদিক মেহেদী হাসান, সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক কাজী আবু হুরাইরা শিলন, সাংবাদিক সুমন কুমার বুলেট প্রমুখ আলোচনায় অংশ নেন। শেষে বিশেষ মোনাজাত পরিচালনা ও ইফতারির আয়োজন করা হয়।
Tags
বাংলাদেশ