নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের উপস্থিততে নাঙ্গলকোট সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সভায় সাংগঠনিক সম্পাদক মুহিব্বুল্লাহ আল হোসাইনীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন;নব-গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক বাপ্পি মজুমদার ইউনুস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন;ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;নাঙ্গলকোট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী।
আহ্বায়ক কমিটিতে আমাদের নাঙ্গলকোট.কম এর সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুসকে আহ্বায়ক, বর্তমান টিভির ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন, দৈনিক ভোরের কলাম পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম,সাপ্তাহিক অগ্রযাত্রার প্রতিনিধি নাঈম উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক,সদস্য পদে জাতীয় দৈনিক লাল সবুজ দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রতিদিন চিত্র পত্রিকার আব্দুর রহিম বাবলু,এডভোকেট ওমর ফারুক,মুহিবুল্লাহ আল হোসাইনী,এমডি শাহীন মজুমদার,মোশারফ হোসেন রায়হান,মুফতি রাহাত,এরশার উল্লাহ সোহেলকে সদস্য করা হয়েছে।
Tags
বাংলাদেশ