Daily News BD Online

আমি আমার বাবার মতো আপনাদের পাশে থেকে কাজ করতে চাই -ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি


রশিদুল আলম রশিদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
“আমি আমার বাবার মতো আপনাদের পাশে থেকে কাজ করতে চাই” যখন যেখানে আমাকে আপনাদের প্রয়োজন হবে সেখানেই আমাকে পাশে পাবেন। যে কোন প্রয়োজনে নির্দিধায় আপনারা আমার নিকট চলে আসবেন। আমি যথা সম্ভব সহযোগিতা করার চেস্টা করব বলে জানান নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। রবিবার বিকেলে নওগাঁ কনভেনশন সেন্টারে নওগাঁ জেলা কেন্দীয় বাসটার্মিনাল বণিক কল্যান সমিতির  দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কেন্দীয় বাসটার্মিনাল বণিক কল্যান সমিতির সভাপতি মো.মাজেদুর রহমান মাজেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুঃ ফয়সাল বিন আহসান, নওগাঁ পৌরসভার ২ং ওয়ার্ডের প্যানেল মেয়র ও কাউন্সিলর আজিজুর রহমান বাবলু,বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল কালাম আজাদ, বাসটার্মিনাল বণিক কল্যান সমিতি সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী আজগর হোসেনসহ (সোহেল) প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার ৪ শতাধীক মানুষকে ইফতার পরিবেশন করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন