এ.বি.এম.হাবিব : নওগাঁ জেলা পরিষদ এর চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট নওগাঁ জেলার সভাপতি এ্যাড.ফজলে রাব্বী বকুর ব্যক্তিগত উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন।
বুধবার (২০এপ্রিল) বিকেলে রেড ক্রিসেন্ট নওগাঁ জেলা ইউনিটের সার্বিক সহযোগিতায় সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষদের এসব ঈদ সামগ্রী বিতরন করেন। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা এ্যাড.বারের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সহ-সভাপতি সরদার সালাহ উদ্দিন মিন্টু, সাধারন সম্পাদক সারোয়ার তানজিদ সম্রাট,কার্যনিবার্হী সদস্য জাহাঙ্গীর আলম,প্রতাপ চন্দ্র সরকার প্রমূখ।
এসময় ২১০জন অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি মসূর ডাল,হাফ কেজি সেমাই, ১ কেজি লবন ও ১ লিটার তেল প্রদান করা হয়। এ সময় ফজলে রাব্বী বকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঠিক নেতৃত্বে করোনা ভাইরাস এর মোকাবেলা সফল ভাবে করেছেন এবং দেশের সকল দিকে উন্নয়ন করেছেন। বর্তমানে পৃথিবীর সব দেশেই দ্রব্যের মুল্য উর্ধগতির কারণে সেই প্রভাব আমাদের দেশেও পড়েছে তাই আপনাদের একটু কষ্ট হতে পারে তবে এটা চিরস্থায়ী নয় বলে তিনি জানান। এই ঈদ উপহারে আপনাদের ঈদ যেন সুন্দর ও ভালো ভাবে কাটে এই প্রত্যাশা ব্যাক্ত করে সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
এই নওগাঁ জেলায় বিভিন্ন ভাবে তাহার অবদান অপরিসীম এবং জনপ্রিয়তাও রয়েছে, তাই আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহনের ইচ্ছা আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, "না"এমন ইচ্ছে আপাতত নেই তবে যদি প্রয়োজন পড়ে তাহলে বিষয়টি পরে ভেবে দেখবেন বলে জানান।
Tags
বাংলাদেশ