দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) :
জয়পুরহাটের পাঁচবিবিতে মহান মে দিবস পালন উপলক্ষে প্রস্তুুতিমূলক আলোচনা সভা আজ শনিবার বেলা ১২ টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংযুক্ত শ্রমিক ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনে সভাপতি মো. ছায়েম উদ্দিন সরদার।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি প্যানেল মেয়র মোশাঈদ আলআমীন সাদ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. লাবু সরদার, কুলি শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. ছামছুল আলম, রিক্সা-ভ্যান সম্পাদক মো. সামছুল ইসলাম, দোকান প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়নের সম্পাদক রাসেদুল ইসলাম প্রমূখ।
এ সভায় ইমারত নির্মাণ, কুলি শ্রমিক, চাতাল-বয়লার শ্রমিক, কাঠ-করাত কল, খাদ্য গুদাম শ্রমিক ও দোকান প্রতিষ্ঠান, রিকসা-ভ্যান শ্রমিকসহ সকল বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tags
বাংলাদেশ