Daily News BD Online

সেন্ট্রাল ল’ কলেজে নতুন কমিটি, সভাপতি মামুন ও সম্পাদক পারভেজ

সেন্ট্রাল ল’ কলেজে নতুন কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
সারাদেশের আইনের শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর সাংগঠনিক কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে সংগঠনটির কেন্দ্রীয় সভার সিদ্ধান্ত মোতাবেক সেন্ট্রাল ল’ কলেজ শাখার পূর্বের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, পাবনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে. এম. ইমতিয়াজ মামুন সভাপতি ও পল্টন থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল হাসান (পারভেজ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার রাজধানীর বিজয়নগরস্থ সেন্ট্রাল ল’ কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা (মশিউর) স্বাক্ষরিত আগামী ১ বছরের জন্য সেন্ট্রাল ল’ কলেজ শাখার আংশিক নুতন কমিটি ঘোষণা করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা এবং বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট লায়েকুজ্জামান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুন নূর দুলাল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা (মশিউর)। এছাড়াও অন্যান্য আইনজীবী আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সন্ট্রাল ল’ কলেজের সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে এবং সেন্ট্রাল ল’ কলেজের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাজী মামুনুর রহমান মাহিমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন খান রিয়াজ, ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নাদিমুল ইসলাম, সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সিনিয়র ছাত্রনেতা মো. আল-ইমরান-সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ল’ কলেজ/বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সেন্ট্রাল ল’ কলেজ শাখার নতুন কমিটির সভাপতি কে. এম. ইমতিয়াজ মামুন ও সাধারণ সম্পাদক খন্দকার রেজাউল হাসান (পারভেজ) কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সেন্ট্রাল ল’ কলেজের সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাজী মামুনুর রহমান (মাহিম) সহ উপস্থিত নেতৃবৃন্দ, অতিথিদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

সেন্ট্রাল ল’ কলেজ শাখার নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রিয়াদ মিয়া, সহ-সভাপতি মো. মোজাফফর আহমেদ, মো. গোলজার হোসেন, জহিরুল ইসলাম, বিএম সোহেল রানা, রাহাত হুসাইন, মহসিন হোসেন, জয়নাল আবেদীন ভূঁইয়া, মো. গোলাম জাকারিয়া; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. ইমরান হোসাইন, এস. এম. আরেফিন মামুন, কানিজ ফাতেমা। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে মো. হারুন অর রশীদ, মো. আমজাদ হোসেন, মো. মারজুক হোসেন মিলন, জসিম মোল্লা, হাসান সরকার; দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল ফয়সাল, প্রচার সম্পাদক মো. নূরে আলম রাসেল মনোনীত হয়েছেন।

সেন্ট্রাল ল’ কলেজ শাখার নব-নির্বাচিত সভাপতি কে. এম. ইমতিয়াজ মামুন জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা, আইনজীবী সমাজের আস্থার ঠিকানা, সিনিয়র আইনজীবী এডভোকেট মো. লায়েকুজ্জামান মোল্লার নির্দেশনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্তমান সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা মশিউরের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন। তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মানবতার নেত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে সেন্ট্রাল ল’ কলেজ হবে বঙ্গবন্ধুর আদর্শের ঘাটি। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার রেজাউল হাসান (পারভেজ) বলেন, ডিজিটাল বাংলাদেশের রুপকার, মানবতার নেত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা কাজ করবো।

এদিকে, সেন্ট্রাল ল’ কলেজের নতুন কমিটিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক কে. এম. ইমতিয়াজ মামুন’কে সভাপতি ও খন্দকার রেজাউল হাসান (পারভেজ)’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সেন্ট্রাল ল’ কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন