নিউজ ডেস্ক : মানবাধিকার ও সুশাসন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ সুতরাং অঙ্গ কেটে দিয়ে দেহ (দেশ)কে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করে এশিয়া মানবাধিকার সংস্থার মহাসচিব নজরুল ইসলাম বাবলু বলেছেন, রাষ্ট্রের এই দুটি অঙ্গ অকেজো হলে তখন গণতান্ত্রিক পরিবেশ ভূলুণ্ঠিত হয় এবং রাষ্ট্রের সুশাসন ব্যবস্থাও তখন অকার্যকর হয়ে উঠে। মূলত মানবাধিকারের অনুপস্থিতির কারণে দেশের শান্তি শৃঙ্খলা ও সুশাসন প্রশ্নবিদ্ধ হয়।
তিনি বলেন, সম্প্রতি বিশ্ব মিডিয়ায় প্রকাশিত খবরে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের কথা একাধিকবার বড় করে ছাপা হয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইইউ, জার্মানসহ পশ্চিমা দেশগুলো এতে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে এধরনের বার্তা বাংলাদেশের জন্য অশনি সংকেত।
এশিয়া মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গুলোর সাথে একমত পোষণ করে বলেন, কখনও কখনও বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল গুলোর শান্তিপূর্ণ সভা-সমাবেশের ওপর প্রায় লাঠিচার্জ, টিয়ারসেল ও গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে! গণতান্ত্রিক দেশ হিসেবে এধরনের হত্যাকান্ড মানবাধিকার সংস্থা গুলো কোন ভাবে সমর্থন করেনা। এছাড়াও সম্প্রতি পুলিশ হেফাজতে নওগাঁয় জেসমিন নিহতের ঘটনাটিও গভীর উদ্বেগজনক।
সভাপতির বক্তব্যে এশিয়া মানবাধিকার সংস্থার ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে জনগণের বাকস্বাধীনতাকে হাত -পায়ে বেঁধে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু ডিজিটাল নিরাপত্তা আইন গণবিরোধী সেহেতু এই আইন বাতিল করা প্রয়োজন। আমরা (এশিয়া মানবাধিকার সংস্থা) সম্প্রতি সময়ে লক্ষ্য করেছি একটি নিউজকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলোর সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। সাংবাদিক শামসুজ্জামান শামস কে গ্রেফতার করা হয়েছে এবং জেল খেটেছেন! এছাড়াও অসংখ্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করা হয়েছে! এশিয়া মানবাধিকার সংস্থা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।
তিনি আজ রবিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এশিয়া মানবাধিকার সংস্থা আয়োজিত "সু-শাসন, মানবাধিকার ও বর্তমান বাংলাদেশ " শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন।
এশিয়া মানবাধিকার সংস্থার ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব রাইসুল ইসলাম চন্দনের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল কাদের নোমান, এশিয়া মানবাধিকার সংস্থার শ্রম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, সহ দপ্তর সম্পাদক আশিকুর রহমান প্রমূখ।
Tags
বাংলাদেশ