সঞ্জয় সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা সহ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মানাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে ৩তলা বিশিষ্ট গাইবান্ধার ব্রীজরোড মর্ডান মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ও খানকাহশরীফ মডেল মসজিদ সহ ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, সাদুল্যাপুর এই ৩টি উপজেলা সহ মোট ৫০টি মডেল মসজিদ ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে গতকাল গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।
গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ গাইবান্ধা জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, গাইবান্ধা পৌরসভা প্যানেল মেয়র শহীদ আহমেদ, গণপূর্ত অধিদফতর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো: আসাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধার উপ-পরিচালক মিরাজুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কে,এম রেজাউল হক, বিশিষ্ট শিক্ষাবিদ জহুরুল কাইয়ুম সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ। এরপর গাইবান্ধা জেলা শহরের মর্ডান মডেল মসজিদ এর ফলক উন্মোচন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি ও সদর উপজেলার খানকাহশরীফ এর মডেল মসজিদ এর ফলক উন্মোচন করেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ, মডেল মসজিদ নির্মানকারী প্রতিষ্ঠান এর ঠিকাদার সাইদুর রহমান বাবু, ঠিকাদার খান মো: সাঈদ হোসেন জসিম, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আহসান হাবীব রাজিব, ইঞ্জিনিয়ার পাপুল, ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার, যুবলীগের নের্তৃবৃন্দ সহ আরও অনেকে।
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে- মসজিদে নারী ও পুরুষদের জন্য পৃথক অজু ও নামাজ আদায়ের ব্যবস্থা, মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা,মসজিদে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামি গবেষণা কেন্দ্র,ও ইসলামি লাইব্রেরী। মসজিদ কম্পপ্লেক্স থাকছে অটিজম কর্ণার, মসজিদের নীচতলায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা,মসজিদে প্রাক প্রাথমিক শিক্ষা,সহজ কুরআন শিক্ষা ও গনশিক্ষা কেন্দ্র। মসজিদে দেশি বিদেশি মেহমানদের জন্য " অতিথিশালা বা আবাসনের ব্যবস্থা। মসজিদে মৃতদেহ গোসল করানোর ও জানাযার নামাজ সহ বিভিন্ন ব্যবস্থা।
Tags
বাংলাদেশ