এ.বি.এম.হাবিব (নওগাঁ) :
নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় নানা অভিযোগে তিন মৎস্য হ্যাচারীসহ পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮এপ্রিল) সন্ধ্যায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার পারইল ইউনিয়নের বগারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
তিনি জানান, উপজেলার বগারবাড়ি এলাকায় ভাই ভাই মৎস্য হ্যাচারীর মালিক সাজেদুর রহমান সাজু, শহিদুল মৎস্য হ্যাচারীর মালিক শহিদুল ও টি মৎস্য হ্যাচারীর মালিক আকরাম ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না করে ব্যবসা করে আসছিলেন। এ অপরাধে ওই তিন মৎস্য হ্যাচারীর মালিককে ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা এবং বগারবাড়ি বাজারে দুইটি মৎস্য খাদ্য দোকানের লাইসেন্স না থাকায় দুই দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, রাণীনগর থানার এসআই ফরিদ, উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা রায়হান খান