Daily News BD Online

মহেশপুরের পত্রিকা বিক্রেতা সুজন বাঁচতে চায় সকলের সহযোগীতায়


মোঃমশিয়ার রহমান টিংকু,মহেশপুরঃ


ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়ীয়া গ্রামের সুজন পেশায় একজন পত্রিকা বিক্রেতা। জীবনের পুরো সময় কাঁটিয়েছেন মানুষের হাতে সংবাদ পৌছে দিয়ে। সুজনরা প্রতিদিন দেশ-বিদেশের খবর মানুষের কাছে পৌছে দিলেও তাদের খবর রাখেনা কেউ। তবু প্রকৃতির নিয়মে মাঝে মধ্যে পত্রিকার পাতায় ছাপা হয় সুজনদের সংবাদ। পত্রিকা বিক্রেতা সুজন কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানী শ্যামলীর একটি পাইভেট হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
সুজনের স্ত্রী জানান, গত ১৬ মার্চ কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার পাইভেট হাসপাতালে ভর্তি করা হয় সুজনকে। সহায় সম্বল ও মানুষের সাহায্যে একটু সুস্থতার জন্য পরীক্ষা নিরিক্ষা শেষে ওই হাসপাতালে ৩ মার্চ কিউনি রোগের অস্ত্রপাচার করা হয়। সুস্থতার পরিবর্তে অস্ত্রপাচারের পর আরো অসুস্থ হয়ে পড়েন তিনি। আবারও পরীক্ষা করে মাজার হাড় ক্ষয় ও টিউমার ধরা পড়েছে। সুজনকে সুস্থ জীবনে ফিরাতে দরকার উন্নত চিকিৎসার। কিন্তু সেই চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা নেই সুজনের পরিরারের। তাই সুজনের পরিবার তার চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন