বিনোদন প্রতিবেদক : চট্টগ্রামের গানের মিউজিক্যাল ফিল্মে প্রথমবারের মতো মডেল হলেন ইমতু ও শাকিলা পারভীন। আশিক বন্ধুর কথায় গানটির সুর সংগীত করেছেন সুমন কল্যাণ। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।
১৫ এপ্রিল এফডিসিতে শুটিং সম্পন্ন হয়েছে চট্টগ্রামের ভাষায় একটি নতুন মৌলিক আঞ্চলিক গানের মিউজিক ভিডিওর। গানটির শিরোনাম: ‘তলে তলে’। আশিক বন্ধুর পরিচালনায় চট্টগ্রামের আঞ্চলিক নাচ-গানের এই মিউজিক্যাল ফিল্মে প্রথমবারের মতো মডেল হয়েছেন ইমতু রাতিশ ও শাকিলা পারভীন।
এফডিসিতে বিশাল সেট ফেলে গানটির নাচের শুটিং হয়েছে ড্যান্স কোরিওগ্রাফার হাবিব রহমানের নাচের তত্ত্বাবধানে। বিশেষ মজার এই গান নিয়ে মডেল ইমতু রাতিশ বলেন, ‘আমি চট্টগ্রামের ছেলে, তাই নিজের ভাষার চমৎকার একটি গানে প্রথমবার মডেল হতে পেরে খুব আনন্দ লাগছে। গানটি দারুণ লিখেছেন আমার বন্ধু, আশিক বন্ধু।’
মডেল শাকিলা পারভীন বলেন, ‘আমিও প্রথমবার চট্টগ্রামের মৌলিক আঞ্চলিক গানে মডেল হলাম। আশিক বন্ধু যখন গানটি পাঠান, গানটি শুনেই বেশ ভালো লেগেছে। এত মজার গান, অডিও শুনেই রাজি হয়েছি। তাই এ গানে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। গানটি যারা শুনবেন, খুব মজা পাবেন। সঠিক প্রচার হলে গানটি অনেক জনপ্রিয়তা পাবে।’
উল্লেখ্য, গানটি গেয়েছেন আলেয়া আরিফ। আশিক বন্ধুর কথায় গানটির সুর সংগীত করেছেন সুমন কল্যাণ। ঈদ উপলক্ষে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।
Tags
বিনোদন