ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তা দল বিএনপির কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আ.ক.ম. মোজাম্মেল হকের উদ্যোগে তার নিজ বাড়ি বালুয়াকান্দি গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় ৬ থেকে ৭ শত লোক এক সাথে এ ইফতার মাহফিশলে অংগ্রগ্রহণ করেন
গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন এর বালুয়াকান্দি গ্রামে এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মাসুম, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভুইয়া। মুকবুল আহামেদ রতন, সাবেক ছাত্র দলের সভাপতি অহিদুল, সাবেক ছাত্র দলের সভাপতি হারুন, শ্রমিকদলের আহবায়ক জাকারিয়া ভূইয়া, গজারিয়া উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাধারণ জনগন ও রোজাদার মুসলিম নরনারীরা।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান জামান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠু, বীর মুক্তিযোদ্ধা মাহাবুল আলম খান, হাজী মাহবুব হোসেনসহ গজারিয়ার সুশীল সমাজের প্রতিনিধি এবং গজারিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। ইফতার পূর্বে দোয়া ও মাহফিলে সকল মুসলিম জাহানের শান্তি কামনায় ও সকল কবরবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Tags
বাংলাদেশ