Daily News BD Online

দেশ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে : পীরগঞ্জে স্পিকার


আনোয়ার হোসেন, রংপুর জেলা প্রতিনিধি :


রংপুরের পীরগঞ্জে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন,তথ্য,প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে একটি বিপ্লব ঘটে গিয়েছে। বর্তমানে এই সেক্টর থেকে দেশের আয় দেড় বিলিয়ন এবং ২০২৫ সালের মাঝে এটিকে ৫ বিলিয়নে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার, যিনি এই মাটির সন্তান সজিব ওয়াজেদ জয়। ১৭ এপ্রিল সমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে হলরুমে ৯ নং সদর ইউনিয়ন ও পৌরসভায় ঈদ সামগ্রী বিতরন করেন ও ৬ নং টকুরিয়া, ৭নং বড় আলমপুর, ৮ নং রায়পুর ইউনিয়নের  শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ও বেকার মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী,এমপি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম শুরু করেন। আইসিটি সেক্টরে উন্নয়নের মাধ্যমে নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের যাত্রায় বড় ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সজিব ওয়াজেদ জয় নিরলস কাজ করে যাচ্ছেন এবং ২০৪১ সালের মাঝে তিনি দেশকে উন্নত ও স্মার্ট এবং জনগনকে তথ্য প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত,গীতা পাঠ ও বাইবেল পাঠ করা হয়।জেলাপ্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এবং পৌরসভার মেয়র তাজীমুল ইসলাম শামীমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মন্ডল,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা,রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়,পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকমীরা এ সময়  উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন