Daily News BD Online

নিউইয়র্কে 'স্টাইল উইথ মি'র শোরুম উদ্বোধনের পরপরই ক্রেতাদের উপচে পরা ভিড়


প্রবাস ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জ্যামাইকা হিলসাইডে নতুন শোরুম উদ্বোধন করেছে এফ-কমার্স প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করা ‘স্টাইল উইথ মি’।  মঙ্গলবার (১৮ এপ্রিল) নিউইয়র্ক সময় বিকাল ৩টার দিকে ‘স্টাইল উইথ মি’র প্রেসিডেন্ট সুমনা কে. রিমি ফিতা কেটে নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে।
এ সময় আগত বিশেষ অতিথিদের উপস্থিতিতে কোরআন তেলাওয়াত ও  দোয়া শেষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোনাজাত করেন মোহাম্মদ শহীদুল্লাহ,উদ্বোধন করেন , স্টাইল উইথ মি’র প্রেসিডেন্ট সুমনা কে. রিমি , আরো উপস্থিত ছিলেন রুমা আহমেদ, পরিচালক , ইউএসবিসিসিআই ফাউন্ডেশন সহ অন্যান্যরা।

এর আগে এফ-কমার্স প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করা ‘স্টাইল উইথ মি’র নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে।

এদিকে, নিউইয়র্কে জ্যামাইকা হিলসাইডে ‘স্টাইল উইথ মি’র নতুন শোরুম উদ্বোধনের পরপরই ঈদের কেনা কাটায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।  শোরুমে ক্রেতারা তাঁদের পছন্দের ড্রেস, গহনা সহ অন্যান্য পণ্য ঘুরে ঘুরে দেখছেন।  পছন্দ হলে তা কিনছেন।  কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা জানান, জ্যামাইকা হিলসাইডে ‘স্টাইল উইথ মি’র নতুন এই শোরুম চালু হওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে।  এবং নতুন নতুন কালেকশনের পণ্য পাচ্ছি, বিশেষ করে দূরের মার্কেটগুলোতে যেতে হচ্ছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন