Daily News BD Online

নাঙ্গলকোটে পুলিশি পাহারায় আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত



মো: আব্দুর রহিম বাবলু  :
কুমিল্লার নাঙ্গলকোটে সম্মেলনের তিন মাসের মাথায় উপজেলা আওয়ামী লীগের  বাতিল করে নতুন কমিটি গঠন করাকে কেন্দ্র করে উত্তপ্ত সরকার দলীয় রাজনীতির মাঠ।
 ২৫শে এপ্রিল উপজেলা পরিষদ হলরুমে নবগঠিত কমিটির পরিচিতি হওয়ার কথা থাকলেও, ভেন্যু পরিবর্তন করে পুলিশ পাহারায় নাঙ্গলকোট মডেল মহিলা মাদ্রাসা মাঠে বগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ২০২২ সালের ৩ ডিসেম্বর আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ডিসেম্বর নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু(এআইপি)কে সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান   আবু ইউসূফ ভূইয়াকে সাধারণ সম্পাদক করে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি আ.হ.ম মোস্তফা কামাল (লোটাস কামাল), সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি।

মাত্র তিন মাসের মধ্যে কোন কারন ছাড়াই গত ২৬ মার্চ কমিটি বিলুপ্ত না করে অধ্যক্ষ আবু ইউসূফকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিক আবুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট আরেকটি কমিটির অনুমোদন দেন দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি আহম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব। এর জের ধরে উত্তপ্ত নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ। কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে উপজেলা আ’লীগের রাজনীতি।
ঈদের দিন শনিবার ২২ এপ্রিল রাতে নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ২৩ এপ্রিল রোববার রাতে নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবু ইউসূফ নিজ বাড়ীতে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, সেখানে উপজেলা আওয়ামী প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন আলোচনায় বলেছিলেন, তিন মাসের মধ্যে উপজেলা আওয়ামী লীগের একটি কমিটি বাতিল করা এটা দলীয় গঠনতন্ত্র পরিপন্থী এবং নজিরবিহীন। ওইদিন ২৫ এপ্রিল নবগঠিত উপজেলা আওয়ামী লীগের প্রথম পরিচিত সভা আহবান করা হয়। ২৪ এপ্রিল রাতে সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু ইউসূফ ভূইয়ার অনুসারীরা নবগঠিত কমিটির বিরুদ্ধে ও কমিটি বাতিলের দাবিতে পৌরবাজারে বিক্ষোভ মিছিল করেন।
২৫ এপ্রিল উপজেলা পরিষদ হলরুমে পরিচিতি সভার ভ্যানু নির্ধারণ করে নবগঠিত কমিটির সকল  নেতৃবৃন্দকে চিঠি ইস্যু করে।
 কিন্তু ২৫শে এপ্রিল সকালে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ মাঠে নাঙ্গলকোট খিলা সড়ক পুলিশ ব্যারিকেট দিয়ে প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে সদ্য বিদায়ী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন কালু(এআইপি) বলেন, আমি তৃণমুল থেকে রাজনীতি করে করে আসছি, আমার হাজার হাজার কর্মি সমর্থক আছে, আমাকে কোন কারণ দর্শানো ছাড়াই পূর্বের কমিটি বহাল থাকা অবস্থায় আরেকটি কমিটি দেয়া হয়েছে। এতে নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন