নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরব থেকে ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, এর সার্বিক তত্ত্বাবধায়ন ও দিক নির্দেশনায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন পঞ্চবটি বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সাব্বির মিয়া(২৩) কে আটক করেন।
এসময় ধৃত আসামীর দখল থেকে ৪৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ও স্কাফ সংগ্রহ করে ভৈরব’সহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ সাব্বির মিয়া(২৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার কাশিনগর লিচু বাগান গ্রামের মোঃ আবু সায়েদ মিয়ার ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tags
বাংলাদেশ