Daily News BD Online

উদযাপিত হলো নবাবগঞ্জ সিটি কলেজের রজতজয়ন্তী


ফয়সাল আজম অপু, (নবাবগঞ্জ) বিশেষ প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজনে ও উৎসব মূখর পরিবেশে দিনব্যাপি উদযাপিত হলো নবাবগঞ্জ সিটি কলেজের রজতজয়ন্তী।
সোমবার (২৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের সিটি কলেজের নিজ ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রজতজয়ন্তী পালন করা হয়। কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় অনুষ্ঠানস্থল পরিণত হয় মিলনমেলায়।

এ দিন সকাল ৯টায় শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠান শুরু করা হয়। শোভাযাত্রায় বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এরপর সকাল ১০টায় অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সিটি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মোঃ আনোয়ার হোসেন ডলার।

শুভেচ্ছা বক্তব্যে দেন নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী (নয়ন)।
তিনি শুভেচ্ছা বক্তব্যে গুণগত শিক্ষার ওপর জোর দেন। তিনি ২৫ বছর সাফল্যের সঙ্গে কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন। তার দায়িত্ব পালন কালে বিভিন্ন পদক্ষেপ ও কলেজের সমস্যার কথা তুলে ধরেন।

প্রধান অতিথি আব্দুল ওদুদ শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন আমি ক্ষমতায় থাকাকালীন সময়ে বিল্ডিং সহ নবাবগঞ্জ সিটি কলেজের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।

অতিথিদের বক্তব্যের পাশাপাশি ছিল প্রাক্তন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, গুণীজনদের সংবর্ধনা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটো সেশন ও লাকি কুপন ড্র (লটারি)।
সকালে নাস্তা, দুপুরে মধ্যাহ্নভোজ ও বিকেলে চা-চক্রের আয়োজন ছিলো প্রশংসনীয়, সাথে ঝালমুড়ি, পেয়ারা, বেগুনি, চটপটি ইত্যাদি খাবারের আয়োজন রজতজয়ন্তী উৎসবকে আরও প্রাণবন্ত করে। আমন্ত্রিত অতিথিদের মাঝে ব্যাগ টি-শার্ট, ক্যাপ সহ বিভিন্ন উপহার তুলে দেন নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী (নয়ন)।

সবশেষে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, নবাবগঞ্জ সিটি কলেজ সাংস্কৃতিক ক্লাব আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, তারার মেলা, কনসার্ট ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান অনুষ্ঠিত হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন