Daily News BD Online

কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে ৫৪ কেজি গাঁজা একটি প্রাইভেটকার সহ ২ জন আটক


সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং  (কুমিল্লা) :
কুমিল্লা ডিবি ( গোয়েন্দা পুলিশ)  পুলিশের একটি টিম গোপন সংবাদ এর ভিত্তিতে সোমবার দিবাগত রাত্র ১.১০ মিনিটে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকার ময়নামতি সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ভর্তি ৫৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
ডিবি পুলিশের ওসি জানায় গত সোমবার দিবাগত রাত ১.১০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ময়নামতি সুপার মার্কেট এর সামনে অবস্থান নেন। এসময় ঢাকা গামী একটি নিশান প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-খ-১২-০৩৭৯)   কে থামিয়ে তল্লাশি চালিয়ে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। উল্লেখ মাদকবাহী গাড়িটি ময়নামতি সুপার মার্কেট এর কাছাকাছি আসলে গাড়িটিকে সিগন্যাল দেওয়া মাত্রই গাড়ীর ড্রাইভার ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বেপরোয়া গতিতে রাস্তার পাশে থাকা ডিবি টীমের গাড়ীটিকে ধাক্কা মেরে পালিয়ে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝখানের ডিভাইডার এ তুলে দেয়। এতে মাদকবাহী গাড়ী ও ডিবি টীমের গাড়ীর ক্ষতিগ্রস্ত হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলো জেলার সদর দক্ষিণ উপজে৪ নং ওয়ার্ডের দড়িবটগ্রামের হারুন মিয়ার ছেলে মোঃ শাহরিয়ার কবির প্রকাশ কবির একই এলাকার আব্দুল কাদের এর ছেলে প্রাইভেটকার চালক আবুল হোসেন (২৮)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে ডিবি পুলিশ জানায়।
এঘটনায় এসআই নিংওয়াই মারমা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে  একটি মামলা দায়ের করে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন