Daily News BD Online

সেনবাগে উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্বোধন


মোঃ হাবিবুর রহমান, সেনবাগ উপজেলা প্রতিনিধিঃ


গতকাল ১৭ই এপ্রিল  সোমবার সকাল ১১ টায়  সারাদেশের সঙ্গে একযোগে ৫০টি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে ভ্যাচুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে সেনবাগ মডেল মসজিদের উদ্বোধন করেন।
এসময় সেনবাগে মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী—২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।
প্রধানমন্ত্রী কতৃর্ক মডেল মসজিদ উদ্বোধনের পর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আবুল কাশেম,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মো: আন্দালিব, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, ঠিকাদারি প্রতিষ্ঠান হাজী ট্রেডার্স এর কর্ণধার ও সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী, ইসলামিক ফাউন্ডেশনের সেনবাগ কো—অর্ডিনেটর শাহিন আক্তার, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন কানন,
এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া, অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখায়াত হোসেন রিপন সহ প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মসজিদের দেয়ালে প্রধানমন্ত্রীর উদ্বোধনের নাম ফলক উম্মোচন করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অতিথি বৃন্দ।
উল্লেখ্য সারাদেশের ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের ৪র্থ পর্যায়ে সোমবার ৫০ টি মসজিদের উদ্বোধন করা হয়।এই পর্যন্ত চতুর্থ ধাপে প্রতিষ্ঠানটি ব্যবস্থা ২০০ টি মডেল মসজিদ  ও ইসলামিক সাংস্কৃতিক ফাউন্ডেশন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন