Daily News BD Online

শ্রীপুরে ইফতার বিতরণ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জলিল


শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পবিত্র মাহে রমজানের ২১ম দিনে  পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন সাবেক শ্রীপুর উপজেলা  চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল জলিল।

বুধবার (১২ই এপ্রিল ) বিকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নে ছাতির বাজার এলাকায় পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময়সহ রাস্তায় দাড়িয়ে ৫’শ রোজদারের হাতে ইফতার পৌছে দিচ্ছেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন সাবেক তেলিহাটি ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আবুল,সাবেক তেলিহাটি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল ওহাব,৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোবারক হোসেন মোরাদ,৮নং  ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, আব্দুল কাদির,উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সোলাইমান হক, তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজ রহমান রিপন,সেচ্চাসেবক লীগের আহবায়ক হজরত আলী জয়,তেলিহাটি কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ,ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রানা প্রমুখ।

ইফতার পেয়ে ছাতির বাজার এলাকার কামাল বলেন, জিসিনপত্রের যে দাম আমাদের পক্ষে ইফতার কেনা কঠিন হয়ে যাচ্ছে।শ্রীপুর উপজেলা চেয়ারম্যান জলিল ভাই নিজে হাতে পথচারী ও অসহায় গরীব মানুষের হাতে ইফতার তুলে দিচ্ছেন। ইফতারির প্যাকেট পেয়ে আমি খুবই খুশি।

সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান জলিল বলেন, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার মাহফিল বা পার্টি আয়োজন না করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে তিনি আমাদের গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দলের বিভিন্ন নেতৃবৃন্দের সহযোগিতায়  ৫’শ দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। আগামী দিনগুলোতে এই কার্যক্রম অব্যহত রাখবো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন