Daily News BD Online

নিউইয়র্কে 'স্টাইল উইথ মি'র শোরুম উদ্বোধন


প্রবাস ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জ্যামাইকা হিলসাইডে গত মঙ্গলবার (১৮ এপ্রিল) নতুন শোরুম উদ্বোধন করেছে এফ-কমার্স প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করা ‘স্টাইল উইথ মি’।  

মঙ্গলবার নিউইয়র্ক সময় বিকাল ৩টার সময় ‘স্টাইল উইথ মি’র প্রেসিডেন্ট সুমনা কে. রিমি ফিতা কেটে নতুন শোরুমটি উদ্বোধন করেন।

এ সময় আগত বিশেষ অতিথিদের উপস্থিতিতে কোরআন তেলাওয়াত ও  দোয়া শেষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোনাজাত করেন মোহাম্মদ শহীদুল্লাহ,উদ্বোধন করেন ,স্টাইল উইথ মি’র প্রেসিডেন্ট সুমনা কে. রিমি , আরো উপস্থিত ছিলেন রুমা আহমেদ, পরিচালক , ইউএসবিসিসিআই ফাউন্ডেশন ,সহ অন্যনরা

সংক্ষিপ্ত বক্তব্যে ‘স্টাইল উইথ মি’র প্রেসিডেন্ট সুমনা কে. রিমি বলেন, একটি স্বাধীন পেশা হিসেবে আমি উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিয়েছি। প্রথমে আমি স্বল্প পরিসরে শুরু করেছি এফ-কমার্স। আমাদের শোরুম  ৮৭-৪৮ ১৬৯ স্টী জ্যামেইকা জানা যাবে ফেসবুকের এই পেজে এবং ওয়েবসাইটের এই (https://www.facebook.com/Stylewithme1123)  আমাদের ওয়েবসাইট  https://stylewithmeusa.com/ ঠিকানায়। প্রতিষ্ঠানটির মাধ্যমে আমি অনেক দূর পর্যন্ত যেতে চাই। আমি একটু একটু করে ব্যবসাটা ডেভেলপ করছি।
এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকদের জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে থাকে। যারা ইউএসবিসিসিআই’র সদস্য হয়েছেন বা হবেন, তাদের জন্য যেকোনো প্রযুক্তিগত সাপোর্টের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে নানা ধরনের আকর্ষণীয় সুযোগ-সুবিধা রয়েছে।

তিনি আরো বলেন,  আমি মনে করি, ট্রেন্ড অনুযায়ী ফ্যাশন সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি এই ব্যবসা যে কেউ বাসায় বসে করতে পারেন। তবে ইচ্ছার পাশাপাশি পরিশ্রমও করতে হবে। বাংলাদেশি-আমেরিকান অনেক নারী আছেন, যারা ঘরের বাইরে গিয়ে চাকরি করতে পারছেন না কিন্তু তারা স্বাবলম্বী হতে চান। সেদিক থেকে ই-কমার্সের মাধ্যমে নারীরা ঘরে বসে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।

এফ-কমার্স থেকে ই-কমার্সে প্রবেশ করা ‘স্টাইল উইথ মি’র প্রতিশ্রুতি সঠিক পণ্য দ্রুত সময়ে সরবরাহ করা।

এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকদের জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে থাকে। যারা ইউএসবিসিসিআই’র সদস্য হয়েছেন, তাদের জন্য যেকোনো প্রযুক্তিগত সাপোর্টের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে নানা ধরনের আকর্ষণীয় সুযোগ-সুবিধা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন