Daily News BD Online

চাঁপাইনবাবগঞ্জে জেম হত্যা মামলায় কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার-৫


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 
চাঁপাইনবাবগঞ্জে জেম হত্যায় জড়িত পাঁচ আসামি। চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর খায়রুল আলম জেম হত্যায় জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল হক টুটুল, মাসুদ রানা, মো. ইব্রাহিম, মো. শামীম রেজা, মিলন হোসেন, মো. রুনু, মো. রোকনুজ্জামান, রনি ও মেরাজ খোনা।


সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) এ এইচ এম আব্দুর রাকিব বলেন, জেম হত্যার পর থেকে এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রোববার একটি দূরবর্তী জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে কোথা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়, এ বিষয়ে পুলিশ সুপার কিছু জানাননি।


পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার আসামিদের আজ আদালতে সোপর্দ করা হবে। এ সময় পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। 


প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় খায়রুল আলম জেম শহরের উদয়ন মোড়ের একটি হোটেল থেকে ইফতারি কেনেন। বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ২৫০শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


এরপর শনিবার রাতে নিহত সাবেক কাউন্সিলর জেমের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন