Daily News BD Online

নিকলীতে ৬০টি প্রতিবন্ধী ও অসহায় শিশুদের মাঝে ২ টাকায় ঈদ উপহার বিতরণ


কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ নিকলীতে স্বপ্নঘুড়ি A Child Foundation উদ্যোগে ৬০ টি প্রতিবন্ধী ও অসহায় শিশুদের মাঝে ২ টাকায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় নিকলী উপজেলা পরিষদ  প্রাঙ্গণে, নিকলী স্বপ্নঘুড়ি A Child Foundation সার্বিক সহযোগিতায়, ২ টাকায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বপ্নঘুড়ি
– A Child Foundation এর প্রতিষ্ঠাতা চমক মেরিন খান, অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এএম রুহুল কুদ্দুস ভুঁইয়া  (জনি), মোঃ রাকিবুল হাসান, মোঃ দিপু,স্বপ্নঘুড়ি – A Child Foundation এর সদস্য বৃন্দ প্রমুখ। এদিকে মাত্র ২ টাকায় পছন্দমত মত পোশাক পেয়ে আনন্দে আত্মহারা হয়েছে বাচ্চারা।
সেই সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকরাও খুশি। এমনই প্রতিক্রিয়া জানালেন একজন অভিভাবক। তিনি বলেন, আমরা দিন আনি দিন খাই। শিশুদের নতুন পোশাক কিনে দেয়ার সামর্থ্য আমাদের নেই। স্বপ্নঘুড়ি – A Child Foundation এর পক্ষ থেকে আমাদের বাচ্চাদের নতুন পোশাক দিয়েছে। বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছে। আমরা কৃতজ্ঞ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন