Daily News BD Online

ঈদ উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ঈদের বস্ত্র সামগ্রী বিতরণ করলেন বিশিষ্ট শিল্পপতী সৈয়দ মঞ্জুরুল হক


মোঃ আনোয়ার হোসেন, 
ভাঙ্গা (ফরিদপুর) :

ফরিদপুরের,ভাঙ্গায় বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাঙ্গা উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন আজিমনগর ইউনিয়নের বিশিষ্ট শিল্পপতী সৈয়দ মঞ্জুরুল হক।

বৃহস্পতিবার  ( ২০ এপ্রিল) সকাল ৮ ঘটিকার সময় ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে হাইস্কুল মাঠে থেকে এ শাড়ি কাপড় বিরতণ শুরু করেন। এসময় স্বাস্থ্য বিধি মেনে কালামৃধা ইউনিয়নের ৫০০মুসলমান ও হিন্দু পরিবারের মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ভাঙ্গা উপজেলার সকল ইউনিয়নে ১০হাজার শাড়ি কাপড় বিতরণ করা হবে বলে জানিয়েছেন , সৈয়দ  এনায়েত কবির।

এসময়  উপস্থিত ছিলেন, মোঃ দাদন মিয়া, এশিয়া ছিন্নমূল মানবাধিকার উপ পরিচালক, মোঃ ছানোয়ার মাতুব্বর, সেখ ফরিদ, ও মোঃ নুরুসলাম, সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সৈয়দ মঞ্জুরুল হকের নির্দেশনায়   তার ছোট ভাই সৈয়দ এনায়েত কবির। ডাইরেক্টর বাবু ভাইয়ের নেতৃত্বে ভাঙ্গা থানার সর্বত্র ইউনিয়ানে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হবে। 

সৈয়দ এনায়েত কবির বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দের আগেই আরো একটি আনন্দ। সৈয়দ মঞ্জুরুল হকের ঈদ উপহার, একটা নতুন শাড়ি কেনার সামর্থও নেই অনেকেই পরিবারের। তাই গরীব-দুঃখী আর অসহায়দের কথা চিন্তা করে ৫০০ শাড়ি মুসলমান ও হিন্দু নারীর মাঝে বিতরণ করিলাম কালামৃধা ইউনিয়নের গরীব-দুঃখী অসহায়দের মাঝে।

তিনি শাড়ি বিতরণের কালে আরও বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই নারীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। এটা শুধু একটা শাড়ি নয় এর মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া।

এ বিষয়ে কালামৃধা ইউনিয়নের কিছু লোককে জিজ্ঞেস করলে তারা বলেন, ২ হাজার সাল থেকে ঈদের আগে সৈয়দ পরিবার থেকে আমাদের কাপড় দিয়ে আসিয়াছেন । এই কাপড় পড়ে আমরা ঈদ পালন করে থাকি। আমারা গরিব মানুষ তাই ঈদের জন্য আলাদা করে কাপড় কিনব কিভাবে। এসময় বিশিষ্ট শিল্পপতী সৈয়দ মঞ্জুরুল হক দেয়া কাপড় পেয়ে আমরা সকলে আনন্দিত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন