Daily News BD Online

নিকলীতে রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য সুলভ মূল্যে বিক্রি


মো: হাবিব মিয়া নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : 

 কিশোরগঞ্জ নিকলীতে রমজান উপলক্ষে শান্তিপূর্ণভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য সুলভ মূল্যে বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯ টায় নিকলী জি.সি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে, নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীনের সার্বিক সহযোগিতায় ,ডিলার জয় বিজয় এন্টারপ্রাইজ ও প্রোপাইটার মোঃ আশরাফ উদ্দিনের পরিচালনায় ভর্তুকি মূল্যের এই পণ্য বিক্রির উদ্বোধন করেন। উদ্বোধনী আয়োজনে অন্যদের মধ্যে ইপি সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। 

নিকলী উপজেলা নিকলী সদর ইউনিয়নের ডিলারের মাধ্যেমে ৩ হাজার ৩শত ৬৩ জনকে ফ্যামিলি কার্ডের আওতায় ৬০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে দুই কেজি মশুর ডাল এবং ১১০ টাকা কেজি দরে দুই লিটার করে সয়াবিন তেল দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন