Daily News BD Online

নিয়ামতপুরে এসএসসি পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ৬৭


এস এম রকিবুল হাসান, নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি  :
নওগাঁর নিয়ামতপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ১ম দিনেই ৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে। রবিবার(৩০ জুলাই) সকাল ১০ টায় শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১ টা পর্যন্ত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ৬টি কেন্দ্রে ২ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ৪০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী ১৯৫৪ জনের মধ্যে উপস্থিত ছিল ১৯৩১ জন, দাখিল পরীক্ষায় ৪২৫ জনের মধ্যে উপস্হিত ছিল ৩৯০ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮৫ জন।
উপজেলা সদরে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবারের এসএসসি পরীক্ষা নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন