শামীম পারভেজ, গাইবান্ধা (জেলা বিশেষ) সংবাদদাতাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ব্রি-২৮ ধান ক্ষেতে ব্লাস্ট আক্রান্ত হওয়ায় দিশেহারা চাষিরা,বোরো মৌসুমে ব্রি-২৮ ধান চিকন ও আগাম জাত হওয়ায় দীর্ঘ দিন থেকে চাষিরা চাষাবাদ করে আচ্ছে, তারেই ধারবাহিকতায় এবারও কৃষক অল্প সল্প জমিতে ব্রি-২৮ ধান চাষ করছে, কিন্তু ঠিক ধান কাটামারাইয়ের আগ মহুত্তে ছত্রাকনাশক ব্লাস্ট আক্রান্ত হয়ে পুরো জমির ধান পুরে যাওয়াও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে গরীব কৃষক দিশেহারা হয়ে পরছে,কৃষি অফিসের সূত্রে যানা যায় সুুন্দরগঞ্জ উপজেলা ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মোট ২৫ হাজার ৬৭০ হেক্টর জমিতে ব্রি-২৮ বোরো ধান চাষাবাদ হয়েছে,ফলন ও মোটামুটি ভালো হয়েছিল,২০থেকে ২২দিনের মধ্যে কাটামারাইয়ের কাজ শেষ হত কিন্তু ছত্রাকনাশক ব্লাস্ট রোগে সব শেষ কৃষকের স্বপ্ন,সুুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো:রাশেদুল কবির তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত কৃষকের কাছে ছুটে গিয়ে মত বিনিময় করেন কিভাবে এই ছত্রাকনাশক ব্লাস্ট রোগ প্রতিরোধ করা যায় সে বিষয় পরার্মশ প্রদান সহ লিপলেট বিতরন করেন,তারেই ধারবাহিকতায় ১৬-০৪-২০২৩ সকাল ১১ঘটিকায় ৫ নং দহবন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সুুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার রাশেদুল কবির এর নেতৃত্বে কৃষি অফিসের বিশেষ একটি টিম বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন ও কৃষকদের মাঝে পরার্মশ প্রদান সহ লিপলেট বিতরন করেন,কৃষি অফিসার রাশেদুল কবির সবাই কে এই ছত্রাকনাশক ব্লাস্ট রোগ থেকে সর্তক থাকতে বলেছেন এবং জমিতে সব সময় পানি রাখতে বলেছেন,তিনি আরো বলেন আগে আমাদের সাথে যোগাযোগ করে পরার্মশ নিয়ে চাষাবাদ করলে এমন ক্ষতির মুখে পরতে হত না কৃষকদের তবে আমরা চেষ্টা করছি কিভাবে এই ছত্রাকনাশক রোগ থেকে রক্ষা পাওয়া যায়,তিনি বলেন আমরা এখন যেসব পরামর্শ প্রদান করছি তা সঠিক ভাবে প্রয়োগ করলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
Tags
বাংলাদেশ