তারিকুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে যাত্রীবাহী বাসের পেছনে মালবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ৬, আহত ২০।
পদ্মা ট্রাভেলস বাসের ধাক্কায় ২০ যাত্রী আহত, ৬জন নিহতের খবর পাওয়া গেছে । বৃহস্পতিবার (২০এপ্রিল) আনুমানিক সকাল ৮টা ২০ মিনিটে শ্রীনগরের ষোলঘর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান রিবেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।
হাঁসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির বলেন, পদ্মা ট্রাভেলস বাস মালবাহী ট্রাককে ওভার টেক করতে গিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে ঘটে। এতে বাসের ২০ জনের মতো আহত হয়। নিহত হয়েছে ৬জন। সবাইকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
Tags
বাংলাদেশ